এক সপ্তাহের মধ্যে ৪২ কোটি টাকা ফেরত পাবেন আলেশা মার্টের গ্রাহকরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 February, 2022, 09:40 am
Last modified: 14 February, 2022, 09:52 am
আলেশা মার্টের কাছে গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা পাওনা আছে। কোম্পানিটি এ পর্যন্ত নিজস্ব ব্যবস্থায় প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করেছে।

পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের গ্রাহকের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের ক্রেতাদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করবে মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান ও অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আলেশা মার্টের কিছু গ্রাহকের লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, যাদের টাকা পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে আছে। এসব গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠান করে তাদের টাকা ফেরত দেওয়া হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছরের ৩০ জুনের পরে আলেশা মার্ট থেকে পণ্য কিনতে আগাম টাকা যারা পরিশোধ করেছেন, তাদের লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাতে দেখা গেছে কয়েকশ গ্রাহক ৪২ কোটি টাকা পরিশোধ করেছেন। কিন্তু এসব টাকা আলেশা মার্টের অ্যাকাউন্টে জমা হয়নি। কয়েকটি পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে আছে। সেই টাকা ফেরত দেওয়া হবে।

পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা এই ৪২ কোটি টাকা নিজেদের ব্যাংক একাউন্টে নিতে সহযোগিতা চেয়ে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল আলেশা মার্ট। গ্রাহকদের এসব টাকা আলেশার একাউন্টে স্থানান্তরের বদলে গ্রাহকদের মাঝে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

আলেশা মার্টের কাছে গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা পাওনা আছে। কোম্পানিটি এ পর্যন্ত নিজস্ব ব্যবস্থায় প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি টাকা দেওয়ার মত অর্থ তাদের নিজেদের কাছে নেই। এজন্য আলেশা মার্ট শেয়ার বিক্রি করতে চাচ্ছে বলে বিভিন্ন সময়ে ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আলম সিকদার। পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ারও চেষ্টা করছে আলেশা মার্ট।

সম্প্রতি দু'দফা চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়ে আলেশা মার্ট।

গত অক্টোবর শেষে বিভিন্ন ব্যাংকে আলেশা মার্টের ৫৬টি হিসাবের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এসব হিসাবে গ্রাহকরা ২০০১ কোটি টাকা জমা করেছেন। আলেশা মার্ট ১৯৯৯ কোটি হিসাবগুলো থেকে তুলে নিয়েছে। হিসাবগুলোতে ২ কোটি ৭ লাখ টাকা ওইসময় পর্যন্ত অবশিষ্ট ছিল। গ্রাহকদের জমা করা সব টাকা তুলে নিয়ে আলেশা মার্ট কী করেছে বাংলাদেশ ব্যাংক তা এখন তদন্ত করছে। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.