জানুয়ারি পর্যন্ত রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৯৭ হাজার কোটি টাকার বেশি: অর্থমন্ত্রী

অর্থনীতি

বাসস
28 February, 2024, 09:25 pm
Last modified: 29 February, 2024, 01:26 pm

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, চলতি অর্থবছরে রাজস্ব আয় হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৩৯ দশমিক ১২ কোটি টাকার বেশি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) তিনি সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে ডিসেম্বর (২০২৩) পর্যন্ত জমা স্ট্যাম্প শুল্ক আহরণের পরিমান ছিল এক হাজার ৬২৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী জানান, রাজস্ব আয় বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে আয়কর আইন, ২০২৩ বাংলা সংস্করণ প্রণয়ন, ই-রিটার্নের মাধ্যমে আয়কর সহজীকরণ।

এছাড়া, বাংলায় স্ট্যাম্প আইন, ২০২৩ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ই-রিটার্নের মাধ্যমে আয়কর প্রদান সহজীকরণ, অনলাইনে আয় কর প্রদানের জন্য এ-চালান, রকেট, নগদ, বিকাশ এবং সোনালী ব্যাংক ই-পেমেন্টের মাধ্যমে কর পরিশোধ কার্যক্রম সহজীকরণ এবং ৪১টি সেবার ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.