দাম বাড়বে বলপয়েন্ট কলমের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:10 pm
Last modified: 01 June, 2023, 04:13 pm
এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব করা হয়েছে।

ফলে শিক্ষার অন্যতম প্রধান এই অনুষঙ্গের দাম বৃদ্ধি পাবে যা শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।  

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে তার পঞ্চম এবং বাংলাদেশ সরকারের ৫২তম জাতীয় বাজেট।

এবারের বাজেটই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট। ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য তাজউদ্দীন আহমেদ প্রথম ৭৮৬ কোটি টাকার উত্থাপন করেছিলেন।   

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.