আমদানি এলসি খোলার আগে জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে
৫ মিলিয়ন ডলার বা তার বেশি পরিমাণ অর্থের আমদানির লেটার অব ক্রেডিট (এলসি) খোলার অন্তত ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েব পোর্টালের মাধ্যমে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
সরকারি আমদানি ব্যতীত অন্য যেকোনো আমদানি ৫ মিলিয়ন ডলারের বেশি হলেই এখন থেকে জানাতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "ফরেন কারেন্সির লিকুইডিটি ক্রাইসিস কমাতে কী ধরণের পণ্য আমদানি করা হচ্ছে, তা মনিটর করা বাড়াতেই নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে।"