৪ মাসে ২৩.০৯% প্রবৃদ্ধি দেখল চট্টগ্রাম কাস্টম
চলতি অর্থবছরের প্রথম চার মাসে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউস। করোনার সংকট কাটিয়ে আমদানি স্বাভাবিক হওয়ায় গত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে রাজস্ব আদায়ের পরিমাণ।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২০২২ অর্থবছরে গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় চার মাসে ২৩.০৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। এর মধ্যে জুলাই মাসে ৩.০৫ শতাংশ, আগস্টে ৩৫.০৯ শতাংশ, সেপ্টেম্বরে ৩৪.০১ শতাংশ এবং অক্টোবরে ২২.২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।
২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে অক্টোবর ৪ মাসে ১৯ হাজার ৭৫৭ কোটি ৪০ লাখ টাকা রজাস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিলো ১৪ হাজার ২৪৫ কোটি ৭৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আদায়ের ঘাটতি ছিলো মাইনাস ২৭ দশমিক ৯০ শতাংশ।
২০২১-২০২২ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ২০ হাজার ১৬৪ কোটি টাকার বিপরীতে আদায় হয় ১৭ হাজার ৬৫১ কোটি ৯১ লাখ টাকা।
চলতি অর্থবছরের চার মাসে লক্ষমাত্রার চেয়ে আদায়ে ঘাটতির পরিমাণ মাইনাস ১২ দশমিক ৪৬ শতাংশ। গত অর্থবছরের চেয়ে বর্তমান অর্থবছরে লক্ষমাত্রার তুলনায় আদায়ের ঘাটতি কমেছে ৫৫ দশমিক ৩৫ ভাগ।
চলতি অর্থবছরের জুলাই মাস জুড়ে কঠোর লকডাউন, প্রাকৃতিক দূর্যোগ এবং ঈদুল আজহার টানা ছুটি, শেষ দিকে সব ধরনের শিল্প কারখানা বন্ধসহ নানা প্রতিকূলতার মধ্যেও চট্টগ্রাম কাস্টম হাউসে ৩.০৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। তবে গত ২০২০-২১ অর্থবছরের শেষ মাস জুনে চট্টগ্রাম কাস্টম হাউসে এক মাসের হিসেবে রেকর্ড ৬ হাজার ৭৪৩ কোটি ৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিলো।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমদানির পরিমাণ বাড়লে রাজস্ব আদায়ের হারও বাড়ে। অর্থবছরের জুলাই মাসে ঈদের ছুটি এবং লকডাউন মিলিয়ে রাজস্ব আদায়ের হার কিছুটা কমে যায়। এরপরও ৩.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়। পরবর্তী ৩ মাসের প্রবৃদ্ধি খুবই ইতিবাচক। এই ধারাবাহিকতা বজায় রাখতে সকল স্টেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম টিবিএসকে বলেন, করোনার মহামারি কাটিয়ে দেশের ব্যবসা বাণিজ্যে গতি ফিরে এসেছে। গত অর্থবছরের তুলানায় বেড়েছে আমদানির পরিমাণ। করোনার আগে স্বাভাবিক সময়গুলোতে যে হারে আমদানি হয়েছিলো বর্তমানে অনেকাংশে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব বৃদ্ধির পরিমাণ বাড়ছে।
চট্টগ্রাম কাস্টম হাউসে গত ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৬৪ হাজার ৩০৩ কোটি ৬০ লাখ টাকা। আদায় হয়েছিলো ৫১ হাজার ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকা। এটি চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ছিলো সর্বোচ্চ। প্রবৃদ্ধি অর্জিত হয়েছিলো ২৩ দশমিক ২৩ শতাংশ।