২০২০-২১ অর্থবছরে খুলনা থেকে রপ্তানি ২,৪১৫ কোটি টাকার মাছ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
28 August, 2021, 08:45 pm
Last modified: 28 August, 2021, 08:46 pm
খুলনা জেলায় একই অর্থবছরে ১ লাখ ১২ হাজার ৫৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে।

খুলনা অঞ্চল থেকে ২০২০-২১ অর্থবছরে ৩৩ হাজার ৭২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানি করে ২ হাজার ৪১৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। এছাড়া খুলনা জেলায় একই অর্থবছরে ১ লাখ ১২ হাজার ৫৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে; যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার ৯৭০ মেট্রিক টন বেশি।

শনিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

সভায় বলা হয়, খুলনায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকাল ৯টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। সকাল ১০টায় রায়ের মহলে মৎস্য চাষিদের মাছচাষবিষয়ক পরামর্শ-সেবা প্রদান, পুকুরের মাটি ও  পানি পরীক্ষা এবং সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন।

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদযাপনবিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বিষয়ক খুলনা জেলা কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.