শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়ত্ত ৫ কোম্পানি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 February, 2020, 06:25 pm
Last modified: 02 February, 2020, 06:28 pm
রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করবে রাষ্ট্রায়ত্ত লাভজনক পাঁচ কোম্পানি। তারা ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মাধ্যমে মূলধন তুলবে।

রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

আইপিও পদ্ধতিতে আসবে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, বিআর পাওয়ারজেন লিমিটেড ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।

এ ছাড়া সরকারের কাছে থাকা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের আরও ১০ শতাংশ শেয়ার অফলোড করা হবে। এ দু'টি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.