পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 September, 2021, 02:40 pm
Last modified: 07 September, 2021, 02:40 pm
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৫৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। এদিন বেড়েছে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৭ শতাংশ কোম্পানির দর।

এখানে বেলা ১১টা ২০ মিনিটে ১ হাজার ৪১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বলে জানা যায়।

এদিকে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৪৭ পয়েন্টে  অবস্থান করছে। অন্যান্য সূচকের মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে  লেনদেন হয়েছে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে ২১২টির দর বেড়েছে, ১০৮টির কমেছে এবং ৫৪টির দর রয়েছে অপরিবর্তিত।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। একই সময়ে সেখানে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.