জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ১১ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
03 August, 2021, 08:40 pm
Last modified: 04 August, 2021, 12:28 pm
গত মাসে মোট ৩৪৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ

চলমান ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের সার্বিক রপ্তানি আয়ে আকস্মিক পতন দেখা দিয়েছে। গত বছরের একই মাসের তুলনায় এসময় রপ্তানি আয় ১১.৯ শতাংশ কমে ৩৪৮ কোটি ডলারে নেমে এসেছে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রদত্ত তথ্যানুসারে জানা যায়। 

গেল বছরের জুলাইয়ে রপ্তানি থেকে দেশের আয় হয়েছিল ৩৯১ কোটি ডলার। 

তবে এবছর ঈদের ছুটি ও চলমান লকডাউনের মিলিত প্রভাবে পোশাক পণ্যের জাহাজিকরণ ব্যাপক মাত্রায় কমে যাওয়া রপ্তানি আয় কমার পেছনে প্রধান ভূমিকা রাখে। 

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন- বিজিএমইএ সংগৃহীত তথ্যানুসারে, জুলাইয়ের প্রথম তিন সপ্তাহে পোশাক রপ্তানিতে ৩৭ শতাংশের মতো উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়। এতে ১৯ জুলাই পর্যন্ত মোট ২২২ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়, যা গেল বছরের একই সময়ে ছিল ১১৬ কোটি ডলার। 

মাসের শেষদিকে এসে সে প্রবৃদ্ধি ধরে রাখা যায়নি। ফলে জুলাইয়ে মোট ২৮৮ কোটি ডলারের পোশাক পণ্য রপ্তানি করা হয়, যা ছিল ওই মাসে দেশের মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ। 

এর আগে গেল বছরের জুলাইয়ে বাংলাদেশ ৩২৪ কোটি ডলারের পোশাক পণ্য রপ্তানি করে। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাসিক তথ্যসূত্রে আরও জানা যায়, গত মাসে চামড়া ও চামড়াজাত পণ্য, সবজি, পরচুলা ও মানব চুল, প্লাস্টিক বর্জ্য এবং টুপি ও ক্যাপের মতো পণ্য ছাড়া রপ্তানির শীর্ষ প্রায় সকল খাতেই পতন লক্ষ্য করা গেছে, যার মিলিত প্রভাব পড়েছে সার্বিক রপ্তানি আয়ের ওপর। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.