ক্রিপ্টোকারেন্সিতে সব ধরনের লেনদেন অবৈধ ঘোষণা করল চীনের কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস ডেস্ক
24 September, 2021, 08:25 pm
Last modified: 24 September, 2021, 09:04 pm
পিবিওসি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে বিটকয়েন ও অন্যান্য ভার্চুয়াল মুদ্রার ব্যাপক ব্যবহার বেড়েছে, যা অর্থনৈতিক ও আর্থিক শৃঙ্খলা ব্যাহত করছে। ফলে বাড়ছে মুদ্রা পাচার, অবৈধ তহবিল সংগ্রহ, জালিয়াতি, পিরামিড স্কিমসহ অন্যান্য অপরাধমূলক অবৈধ কর্মকাণ্ড।

ক্রিপ্টোকারেন্সির ভিত্তিতে হওয়া সকল ধরনের আর্থিক লেনদেন অবৈধ বলে ঘোষণা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক- পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)। ফলে দেশটিতে ডিজিটাল বাণিজ্যের এ মাধ্যমটির কার্যত অবসান ঘটলো। 

এর আগে চীনা কর্তৃপক্ষের নীতিমালার কারণে গেল বছর বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির বৈশ্বিক মূল্য ব্যাপকভাবে ওঠানামা করেছে। অপরাধমূলক কর্মকাণ্ডে এ বিনিময় মাধ্যমের ব্যবহার ঘিরে সন্দেহ ও মুদ্রা পাচার রোধেই নীতিমালা কঠোর করেন চীনা নিয়ন্ত্রকরা।   

এরপর আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) একেবারেই নিষিদ্ধ করার কথা জানায় পিবিওসি। কেন্দ্রীয় ব্যাংকটির এক অনলাইন বিবৃতিতে জানানো হয়, "নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে অপরাধ দমন আইনের আওতায় তদন্ত করা হবে।" 

ওই নোটিশে- ক্রিপ্টোকারেন্সি বিকিকিনি, টোকেন বিক্রি এবং এর ভার্চুয়াল অন্যান্য বিকল্পের মাধ্যমে লেনদেন বা তহবিল সংগ্রহকে অবৈধ বলা হয়েছে।  

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ঘোষণার পর প্রায় ৫.৫ শতাংশ দর হারিয়ে ৪২,২৩২ ডলারে নেমে আসে বিটকয়েনের মূল্য। এর আধাঘণ্টা পর দরে স্থিতিশীলতা আসলেও, ৫ শতাংশ কম দামেই লেনদেন হয়েছে।

পিবিওসি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে বিটকয়েন ও অন্যান্য ভার্চুয়াল মুদ্রার ব্যাপক ব্যবহার বেড়েছে, যা অর্থনৈতিক ও আর্থিক শৃঙ্খলা ব্যাহত করছে। ফলে বাড়ছে মুদ্রা পাচার, অবৈধ তহবিল সংগ্রহ, জালিয়াতি, পিরামিড স্কিমসহ অন্যান্য অপরাধমূলক অবৈধ কর্মকাণ্ড।

"এ ধরনের তৎপরতা আমাদের জনগণের সম্পদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে,"বলে উল্লেখ করে চীনের আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক সংস্থাটি। 

২০১৯ সাল থেকে চীনে ক্রিপ্টোকারেন্সি তৈরি বা বাণিজ্য অবৈধ হলেও, চলতি বছর এর ওপর দমন বৃদ্ধি পায়। এসময় ক্রিপ্টোকারেন্সি গ্রহণের মাধ্যমে লেনদেন বন্ধ রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বেইজিং। বন্ধ করা হয় চীনে ক্রিপ্টো মাইনারদের বিশাল নেটওয়ার্ক। 


  • সূত্র: ফ্রান্স ২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.