আবারও স্বর্ণের দাম ভরিপ্রতি ৪,৪৩২ টাকা বাড়লো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 August, 2020, 08:45 am
Last modified: 06 August, 2020, 08:50 am
এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে এখন খরচ পড়বে ৭৭ হাজার ২১৫ টাকা, যা আগে ছিল ৭২,৭৮৩ টাকা।

করোনাকালে স্বর্ণের কেনাবেচার মন্দা ব্যবসার মধ্যেও বাড়ছে স্বর্ণের দাম। সব ধরনের স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৪৩২ টাকা। এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে এখন খরচ পড়বে ৭৭ হাজার ২১৫ টাকা, যা আগে ছিল ৭২,৭৮৩ টাকা।

বুধবার বাংলাদেশ জুয়েলারী সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বর্ণের নতুন দাম আজ বৃহস্তপিবার থেকে কার্যকর হবে বলে বাজুস জানায়।

বাজুসের সাধারণ সম্পাদক দ্বিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে বলা হয়, "করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দর পতন ও নানাবিধ অর্থনৈতিক সমীকরণের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ইতিহাসের সর্বোচ্চ কোঠায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।"

জানা গেছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হলে ৭৭ হাজার ২১৫ টাকা খরচ করতে হবে যা আগে ছিল ৭২ হাজার ৭৮৩ টাকা। সমপরিমাণ দাম বাড়ানো হয়েছে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতেও।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ৭৪ হাজার ৬৬ টাকা লাগবে যা আগে ছিল ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি নিতে লাগবে ৬৫ হাজার ৩১৮ টাকা, যা আগে ছিল ৬০ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ কিনতে লাগবে ৫৪ হাজার ৯৯৫ টাকা, যা আগে ছিল ৫০ হাজার ৫৬৩ টাকা। তবে রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

এর আগে গত ২৩ জুলাই সব ধরণের স্বর্ণের ভরিতে ২,৯১৫ টাকা করে দাম বেড়েছিল। 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.