আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার সময় কমানো হচ্ছে

চাল, গম, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্যের দাম দ্রুত ওঠানাম করে, সেগুলো আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দ্রুততম সময়ে কেনার জন্য ক্রয় প্রক্রিয়ার সময় কমানো হচ্ছে। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইসঙ্গে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সেখানে দুটো প্রস্তাব অনুমোদন পেয়েছে।
বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক দরপত্রে ৪০ থেকে ৪২ দিন সময় দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু চাল, তেল, গম, পেঁয়াজসহ যেসব পণ্যের যেসব পণ্যের বাজার দ্রুত ওঠানামা করে, সেগুলো দ্রুততম সময়ে সংগ্রহ করা সম্ভব হয় না। এজন্য সরকারি ক্রয় আইনের সংশোধনী দরকার। বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) সংশোধনী করার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংশোধনীর শর্তে খাদ্য মন্ত্রণালয়ের এক লাখ টন নন-বাসমতি চাল আমদানির প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঠ অভ্যাস গড়ে তোলার কর্মসূচির জন্য ৮৩ কোটি টাকার পরামর্শক ব্যয়ের একটি প্রস্তাব অনুমোদন করেছে। বিশ্বসাহিত্য কেন্দ্র ২৪ মাস ধরে পাঠ অভ্যাস গড়ে তোলার কার্যক্রমে পরামর্শ দেবে।
এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) প্রকল্পের সাবমেরিন কেবল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ১০৮ কোটি টাকায় বিআরবি কেবল থেকে এসব কেবল কেনা হবে।