বানরবাহিনীর প্রতিশোধ: এক সন্তান হত্যার বদলা নিল ২৫০ কুকুরছানা মেরে

অফবিট

টিবিএস ডেস্ক
18 December, 2021, 04:40 pm
Last modified: 18 December, 2021, 05:08 pm
'প্ল্যানেট অভ দি এপস' সিনেমায় আমরা দেখি বানর প্রতিশোধ নিচ্ছে মানুষের ওপর। এবার দেখা গেল, কুকুরের ওপর প্রতিশোধ নিচ্ছে বানরের দল।

কখনও কখনও বাস্তব ঘটনা হার মানায় সিনেমার পর্দাকেও । 'প্ল্যানেট অভ দি এপস' সিনেমায় দেখা যায়, পুরো একটি গ্রহের দখল বানরদের হাতে। সে গ্রহে মানুষ বানরদের দাস। হাজার বছর ধরে মানুষের হাতে অত্যাচারিত বানররা এবার মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে নানাভাবে। 

এবার অনেকটা এ রকম ঘটনা দেখা গেল ভারতের মহারাষ্ট্রে। তবে ভারতের প্রতিশোধের লড়াইটা বানর ও কুকুরের মধ্যে। 

এক সন্তান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁওয়ের কুকুরদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বানরবাহিনী। এখন পর্যন্ত প্রতিশোধের নেশায় মত্ত এই বানরদের হাতে এখন পর্যন্ত ২৫০ কুকুরছানা প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। বানরের দলের দাপটে আতঙ্কিত এলাকাবাসীও।

মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত লাভুল গ্রামে ঘটেছে এই ঘটনা। হাজার পাঁচেক মানুষের বাস এ গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুরছানাই বেঁচে নেই। অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুকছানাকে মেরে ফেলেছে 'ক্ষিপ্ত' বাঁদরের দল।

গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল একদল কুকুর। তারপর থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য এলাকা দাপিয়ে বেড়াচ্ছে এক বিশাল বানরবাহিনী। 

কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে ভবনের ছাদ বা গাছের মগডালের মতো উঁচু জায়গা থেকে ছুড়ে ফেলে দিয়ে মেরে ফেলছে তারা। গোটা গ্রামে এখন একটিও কুকুরছানা বেঁচে নেই বলে দাবি গ্রামবাসীদের।

বানরের দলের রোষ থেকে বাঁচতে বন বিভাগের কাছে সাহায্য চাইতে গিয়েছিল গ্রামবাসী। কিন্তু বন বিভাগ উন্মত্ত বানরের দলকে ধরতে ব্যর্থ হয়েছে। এরপর গ্রামবাসীরা নিজেরাই বানরের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। তা করতে গিয়ে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসীও।

গ্রামবাসীদের অভিযোগ, কুকুরছানা মেরেও ক্ষান্ত হয়নি বানরবাহিনী। এবার এরা লক্ষ্যবস্তু করেছে গ্রামের শিশুদের। বানরের দল এখন সুযোগ পেলেই গ্রামের ছোট ছেলেমেয়েদের ওপরও হামলা চালাচ্ছে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে মজলগাঁও এলাকায়।


  • সূত্র: ডেইলি মেইল
     

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.