জমি না দেওয়ার মহাপণ নারীর, বাধ্য হয়ে বাড়ির দুপাশ ধরে বানাতে হলো মহাসড়ক

অফবিট

টিবিএস ডেস্ক
09 July, 2022, 11:00 pm
Last modified: 09 July, 2022, 11:03 pm
এ ঘটনা ঘটেছে চিনের গুয়ারঝাউ শহরে। সেখানে একটি ফ্লাইওভার তৈরির পরিকল্পনা করেছিল সরকার।

মহাসড়ক তৈরির জন্য বাড়ির জমি অধিগ্রহণ করতে চেয়েছিল সরকার। কিন্তু বাড়ির মালিক নারী তা-তে রাজি হননি।

এরপর ক্ষতিপূরণের অঙ্ক কয়েক দফা বাড়ালেও মন গলেনি বাড়ির মালিকের। অবশেষে বাধ্য হয়ে তার বাড়ির দুইপাশ ঘিরে সড়ক তৈরি করল প্রশাসন।

এ ঘটনা ঘটেছে চিনের গুয়ারঝাউ শহরে। সেখানে একটি ফ্লাইওভার তৈরির পরিকল্পনা করেছিল সরকার। জমি অধিগ্রহণের জন্য সবাই ক্ষতিপূরণ নিয়ে জায়গা ছাড়তে রাজি হলেও জেদ ধরে বসেন ওই নারী।

চীনের সরকারের বিরুদ্ধে এ নিয়ে গত ১০ বছর লড়াই চালিয়েছেন তিনি। শেষে তার কাছে হার মানে সরকার। ৪৩০ বর্গফুটের ছোট্ট ওই বাড়িটিকে ঘিরে দু'পাশ দিয়েই তৈরি হয় ফ্লাইওভারের সড়ক।


সূত্র: আনন্দবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.