৩৩ মিলিয়ন ডলারে নিলাম হলো চীনা চিত্রকর সানিউ’র ‘কুয়াত্রে নুস’

অফবিট

টিবিএস ডেস্ক
10 July, 2020, 04:55 pm
Last modified: 10 July, 2020, 05:08 pm
সানিউর আঁকার বিষয়বস্তু, সাবজেক্ট এর ভঙ্গিমা, শরীরের অনুপাত, রঙের ব্যবহার অনেকটা ফরাসী শিল্পী অঁরি মাতিসের অনুরূপ। একারণে তাকে ‘প্রাচ্যের মাতিস’ বা ‘এশিয়ান মাতিস’ বলা হয়।     

'চীনের মাতিস' বলে পরিচিত চিত্রশিল্পী সানিউ। গত বুধবার ৩৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে তার একটি চিত্রকর্ম। চারজন নারীর নগ্নদেহ নিয়ে আঁকা চিত্রকর্মটির নাম 'কুয়াত্রে নুস', ফরাসী শব্দটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায় 'চার নগ্নিকা'। সানিউ এই ছবিটি এঁকেছিলেন ১৯৫০ এর দশকে। 

করোনাভাইরাস পরিস্থিতিতে অন্যসব ব্যবসায়ের মতোই ভাটা পড়েছে নিলাম ব্যবসায়। মহামারী শুরু হবার পর এটাই ছিল নিলাম প্রতিষ্ঠান সোথবি'স এর সবচাইতে বড় বিক্রি

এর আগে গত বছরের অক্টোবরে সানিউর আঁকা 'ন্যু' নিলামে তুলেছিল সোথবি। চিত্রকর্মটি ২৫ মিলিয়ন ডলারে নিলাম হয়। এরপর নভেম্বরে 'ফাইভ ন্যুডস' নামের ছবিটি তারা নিলামে তোলে, বিক্রি হয় ৩৯ মিলিয়ন ডলারে। সানিউর এই চিত্রকর্মটিই রেকর্ড দামে নিলাম হয়।

২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৯ বছরে সানিউর শিল্পকর্মের দাম বেড়েছে ১,১০০% পর্যন্ত। ২০১৯ সালে চিত্রশিল্পীদের কাতারে ১৬তম অবস্থানে আছেন তিনি। এমনকি বিমূর্ত চিত্রকর মার্ক রথকো আর রয় লিচেস্টেইনের চেয়েও উপরের দিকে আছে তার অবস্থান।

সানিউর আঁকার বিষয়বস্তু, সাবজেক্ট এর ভঙ্গিমা, শরীরের অনুপাত, রঙের ব্যবহার অনেকটা ফরাসী শিল্পী অঁরি মাতিসের অনুরূপ। একারণে তাকে 'প্রাচ্যের মাতিস' বা 'এশিয়ান মাতিস' বলেও ডাকা হয়।   

 

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.