১৫ বছর ধরে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছেন যিনি
ইতালির একটি হাসপাতালের একজন কর্মীকে টানা ১৫ বছর ধরে কাজে অনুপস্থিত থেকেও বেতন নেয়ার দায়ে অভিযুক্ত করেছে কর্তৃপক্ষ। ইতালির স্থানীয় গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।
ইতালির দক্ষিণের শহর কাতানজারোর চিয়াচিয়ো হাসপাতালের ঐ কর্মী ২০০৫ সাল থেকে কাজে অনুপস্থিত রয়েছেন।
এই মুহূর্তে তাকে জালিয়াত হিসেবে অভিযুক্ত করে বিষয়টির তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইতালীয় নিউজ এজেন্সি 'আনসা'।
কাজ না করলেও নিজের বেতন ঠিকই সময়মতো পেয়েছেন অভিযুক্ত ব্যক্তি। এই ১৫ বছরে তিনি সর্বমোট ৫ লাখ ৩৮ হাজার ইউরো (৪৬৪,০০০ পাউন্ড) পেয়েছেন।
হাসপাতালের ছয় ম্যানেজারকেও উক্ত অনুপস্থিতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইতালীয় জনপ্রশাসনিক খাতে জালিয়াতি প্রমাণের ধারায় দীর্ঘ পুলিশি তদন্ত ও অনুসন্ধানের পর এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পেশায় সিভিল সার্ভেন্ট এই কর্মী ২০০৫ সালেই হাসপাতালের কাজে নিযুক্ত হন। সেসময়ই তিনি কর্মস্থলে যাওয়া ছেড়ে দেন।
ম্যানেজার তার বিরুদ্ধে নিয়মশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে চাইলে তিনি ম্যানেজারকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ এসেছে।
পরবর্তীতে সেই ম্যানেজার অবসর গ্রহণ করেন এবং উক্ত ব্যক্তির অনুপস্থিতি এরপর আর কোনো নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা মানবসম্পদ বিভাগের নজরেই আসেনি।
- সূত্র-বিবিসি