রেকর্ড ১২ হাজার ৬৩৮ হীরার একটি আংটি!

অফবিট

টিবিএস ডেস্ক
04 January, 2021, 03:30 pm
Last modified: 04 January, 2021, 03:34 pm
হাজারও ৩৮.০৮ ক্যারেট প্রাকৃতিক হীরায় ফুলেল সাজে গড়ে তোলা হয়েছে এটি। ওজন ১৬৫ গ্রাম বা ৫.৮ আউন্সের মতো।

একটা আংটির পক্ষে কয়টা হীরা ধারণ করা সম্ভব? অন্তত ১২ হাজার ৬৩৮টা! এমনই এক আংটি সম্প্রতি নাম লেখাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে।

ভারতের উত্তরপ্রদেশের রেনানি জুয়েলসের প্রতিষ্ঠাতা হর্ষিত বনসাল গত ২১ ডিসেম্বর ওই আংটি তৈরি করে গিনেস বুকে নাম লেখান।

নিজের ডিজাইন করা আংটিটির নাম তিনি রেখেছেন 'ম্যারিগোল্ড' বা 'দ্য রিং অব প্রসপারিটি'। হাজারও ৩৮.০৮ ক্যারেট প্রাকৃতিক হীরায় ফুলেল সাজে গড়ে তোলা হয়েছে এটি। ওজন ১৬৫ গ্রাম বা ৫.৮ আউন্সের মতো।

এর আগে সবচেয়ে বেশি হীরায় গড়া আংটির বিশ্বরেকর্ডও ছিল ভারতের দখলে। দেশটির হায়দারাবাদভিত্তিক অলংকার প্রতিষ্ঠান হলমার্ক জুয়েলার্স সেটি বানিয়েছিল ৭ হাজার ৮০১টি হীরা দিয়ে।

বনসাল জানান, ২০১৮ সালে নিজ দেশে জুয়েলারি নিয়ে পড়াশোনাকালে হুট করেই এই আংটির আইডিয়া তার মাথায় আসে। এর দুই বছর পর, ২০২০ সালের ৩০ নভেম্বর আংটিটির ডিজাইন সম্পন্ন করে তার কোম্পানি।

  • সূত্র: সিএনএন 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.