মোনালিসাকে কাছ থেকে দেখার সুযোগ মিলবে নিলামে জিতলে

অফবিট

02 December, 2020, 05:10 pm
Last modified: 02 December, 2020, 05:15 pm

প্যারিসের ল্যুভর মিউজিয়ামের উদ্যোগে এক নিলামে জিতলেই বিজয়ী বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি একদম কাছ থেকে দেখার সুযোগ পাবেন। 

নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত এই চিত্রকর্মটির বার্ষিক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার সময় বিজেতা উপস্থিত থাকার সুযোগ পাবেন। শুধু এসময়ই চিত্রকর্মটি নির্দিষ্ট স্থান থেকে বের করে আনা হয়। 

ক্রিস্টিস ও হোটেল ড্রউটের উদ্দ্যোগে আরও কিছু আকর্ষণীয় সুযোগ পাবেন নিলাম বিজেতা। ল্যুভরের প্রেসিডেন্ট ও পরিচালক জিন-লাক মার্টিনেজের সাথে ব্যক্তিগতভাবে ল্যুভর পরিদর্শনের সুযোগ, রাতের বেলা টর্চ জ্বালিয়ে ল্যুভর পরিদর্শনের সুযোগ এবং কারিয়াটিডস হলে সংরক্ষিত কনসার্টে অংশগ্রহণের সুযোগও থাকছে এরমধ্যে। 

নিলাম উপলক্ষে ইলাস্ট্রেটর হেলোইস বেকারের আঁকা ছবি

কার্টিয়ার এবং ডি'ওরের মতো ফ্যাশন ব্র্যান্ডগুলোও বিজয়ীকে অনন্য অভিজ্ঞতা দিতে জাদুঘরের সাথে কাজ করছে। জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ার তাদের সীমিত সংস্করণের একটি ব্রেসলেট অনুদান দিয়েছে নিলামের জন্য। জাদুঘরের গ্যালারি প্রদর্শনের সময় বিজয়ীকে ব্রেসলেটটি উপহার দেয়া হবে। বিজয়ীকে ব্র্যান্ডটির প্যারিসের সংরক্ষিত কর্মশালা দেখার সুযোগও দেয়া হবে, সেইসাথে সুযোগ মিলবে ফরাসি রাজমুকুটের রত্ন নিজ চোখে দেখার।  

ছবি: হেলোইস বেকার

আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, জাদুঘরটিকে সাধারণের জন্য আরও উন্মুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তীতে ল্যুভর মিউজিয়াম স্টুডিওতে সাংস্কৃতিক শিক্ষার ব্যাপারেও নজর দেয়া হবে। 

১৫ ডিসেম্বর নিলাম শেষ হবে, বিজয়ী আগামী দুই বছরের যে কোনো সময় তার পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাবেন। 

ল্যুভর বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় শিল্প জাদুঘর। জাদুঘরটি পরিদর্শনে প্রতিবছর প্রায় ১ কোটি দর্শনার্থী আসেন প্যারিসে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবছরের দীর্ঘসময় বন্ধ ছিল জাদুঘরটি। 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.