মহড়ায় ব্যস্ত পুলিশকে পিছনে লাথি মারল হনুমান
মহড়ায় ব্যস্ত এক পুলিশকর্মী। ঠিক সে সময় তার পিছনে এসে পড়ল কষে এক লাথি। সে লাথির বেগ এতোটাই যে ভার সামলাতে না পেরে পড়ে গেলেন ওই পুলিশকর্মী।
আর গোটা ঘটনা দেখে হাসির রোল পুলিশ লাইনে। পরে আবারও নিজেকে প্রস্তুত করে পিছন ফিরে ওই পুলিশ কর্মী দেখেন তাকে লাথি মেরেছে একটা হনুমান। ফলে যারপরনাই বিব্রত ওই পুলিশ। তবে ভারতের কোন রাজ্যে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
সাম্প্রতিক এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে হয়েছে। যে ভিডিও দেখে হাসি চাপতে পারছেন না পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারকারীরা। খবর এনডিটিভির।
জানা গেছে, আইপিএস পঙ্কজ নৈন এই ভিডিও টুইটারে ছেড়েছেন। তিনি নিচে লিখেছেন, ঠিক ভাবে মহড়া না দিলে প্রশিক্ষকের যা করা উচিত, সেটাই ও (হনুমান) করেছে। সঙ্গে স্মাইলি ইমোজিও দিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা!
গত ৩১ জানুয়ারি শেয়ার হয়েছে এই ভিডিও। শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যে, তা হাজারও লাইক এবং শেয়ার হয়েছে। কয়েকজন তো আবার বলেছেন, মহড়ার সময় সেই পুলিশকর্মী লাইনের বাইরে ছিলেন। হনুমান লাথি মেরে তাকে ভিতরে ঢুকিয়েছে; এ ধরনের মন্তব্যেও উঠেছে হাসির রোল।