নববর্ষের দিনে জন্ম নিলো ৩ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু: ইউনিসেফ

অফবিট

টিবিএস রিপোর্ট
01 January, 2021, 02:55 pm
Last modified: 01 January, 2021, 02:59 pm
'আজকে জন্ম নেওয়া শিশুরা এমন এক দুনিয়ার নাগরিক হবে, যেটি তাদের জন্য গড়ে তুলতে আমরা এখন কাজ করছি।'

নববর্ষের দিনে দুনিয়াজুড়ে প্রায় ৩ লাখ ৭১ হাজার ৫০৪ নবজাতক জন্ম নিয়েছে। এর মধ্যে বাংলাদেশে জন্ম নিয়েছে ৯ হাজার ২৩৬ শিশু। তথ্য জাতিসংঘের।

এই শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশির জন্ম হয়েছে ১০টি দেশে। এ তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য নয়টি দেশ হলো- ভারত (৫৯,৯৯৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬) ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিসর (৯,৪৫৫) ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো (৮,৬৪০)।

ইউনিসেফের ধারণা, ২০২১ সালে দুনিয়াজুড়ে আনুমানিক ১৪ কোটি নবজাতক জন্ম নেবে। আর, তাদের গড় আয়ু হবে ৮৪ বছর।

'আজকে জন্ম নেওয়া শিশুটি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন একটি দুনিয়ায় প্রবেশ করল এবং সেই দুনিয়াকে আবারও কল্পনা করার একটি নতুন সুযোগ নিয়ে এলো এই নববর্ষ,' বলেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর।

'আজকে জন্ম নেওয়া শিশুরা এমন এক দুনিয়ার নাগরিক হবে, যেটি তাদের জন্য গড়ে তুলতে আমরা এখন কাজ করছি,' বলেন তিনি।

২০২১ সাল ইউনিসেফের ৭৫তম প্রতিষ্ঠাবর্ষও। বছরজুড়ে ইউনিসেফ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তা উদযাপন করবে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.