দুর্লভ এই কয়েনটির মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা

অফবিট

টিবিএস রিপোর্ট
17 January, 2020, 09:50 pm
Last modified: 17 January, 2020, 09:55 pm
রাজা অষ্টম এডওয়ার্ডের ছবি সম্বলিত পুরনো কয়েনটি বর্তমানে ব্রিটেনের সবচেয়ে দামি কয়েন হিসেবে বিক্রির রেকর্ড করেছে।

ব্রিটেনের সাবেক রাজা অষ্টম এডওয়ার্ডের ছবি সম্বলিত পুরনো একটি কয়েন বিক্রি হয়েছে যারা দাম পড়েছে বাংলাদেশী মুদ্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা।

যুক্তরাজ্যের জন্য সব ধরনের কয়েন তৈরি করে দ্য রয়েল মিন্ট। তারা বলেছে, একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে এই কয়েনটি বিক্রি করা হয়েছে।

১৯৩৬ সালের জানুয়ারি মাসে যখন রাজা অষ্টম এডওয়ার্ড সিংহাসনে আরোহণ করেন, তখন পরীক্ষামূলকভাবে তার ছবি দিয়ে ছয়টি কয়েন তৈরি করা হয়। তবে কয়েনগুলো কখনোই বাজারে আসেনি কারণ ওই বছরই রাজা ওয়ালিস সিম্পসন নামে একজন বিধবা নারীকে বিয়ে করার জন্য ব্রিটিশ সিংহাসন ত্যাগ করেন। 

ব্রিটেনের প্রচলিত রীতি অনুযায়ী, রাজা এবং চার্চের প্রধান হিসেবে শাসনকর্তারা কখনোই বিধবা কোনো নারীকে বিয়ে করতে পারতেন না।

পদত্যাগের আগে জনতার উদ্দেশ্যে দেওয়া ঐতিহাসিক এক ভাষণে এডওয়ার্ড বলেন, “যে নারীকে আমি ভালোবাসি তার সাহায্য ও সমর্থন ছাড়া রাজকার্যের এই দায়িত্বের বোঝা আমার পক্ষে বহন করা সম্ভব না।  তাই রাজা হিসেবে আমি আমার দায়িত্ব থেকে সরে গেলাম।”

১৯৩৭ সালে কয়েনটি বাজারে আসার কথা থাকলেও ১৯৩৬ সালেই সিঙ্ঘাসন ত্যাগ করেন রাজা অষ্টম এডওয়ার্ড।

কয়েনের নকশার ক্ষেত্রেও ব্রিটিশ রাজপরিবারের রেওয়াজ মানেননি এডওয়ার্ড। রেওয়াজ অনুযায়ী, কয়েনের ছবিতে পূর্বতন রাজা যেদিকে মুখ ফিরিয়ে থাকতেন, পরবর্তী রাজা তার উল্টোদিকে মুখ ফিরতেন। তবে এডওয়ার্ডের বাবা রাজা পঞ্চম জর্জ যেদিকে মুখিয়ে ছিলেন এডওয়ার্ডও একই দিকে মুখিয়ে ছিলেন। এর কারণ ছিলো, রাজা এডওয়ার্ড তার চেহারার বাম দিকের অংশ পছন্দ করতেন।

দ্য রয়েল মিন্ট বলেছে, পরীক্ষার জন্য রাজা এডওয়ার্ডের নামে তখন মাত্র ছয়টি কয়েন বানানো হয়েছিলো। এরমধ্যে দুইটি কয়েন বর্তমানে ব্যক্তিগত মালিকানাধীন অবস্থায় আছে আর বাকি চারটি রয়েছে জাদুঘরে। 

সর্বশেষ বিক্রির আগে এই কয়েনটির মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তিগত সংগ্রাহক। ২০১৪ সালে এক নিলাম থেকে ৫ কোটি ৪০ লাখ টাকায় তিনি কয়েনটি কিনেছিলেন।

সর্বশেষ বিক্রিতে কয়েনটির মূল্য ১০ কোটি চল্লিশ লাখ টাকা হওয়ায়, এটিই বর্তমানে ব্রিটেনের সবচেয়ে দামি কয়েন।

দ্য রয়েল মিন্টের সংগ্রাহক সেবা শাখার প্রধান রেবেকা মরগ্যান বলেন, “‘দ্য এডওয়ার্ড এইট সভরেইন’ কয়েনটি বিশ্বের সবচেয়ে দুর্লভ ও সংগ্রহ করার মতো একটি কয়েন। তাই ব্রিটেনে কয়েন বিক্রির তালিকায় এটি যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে তাত্রে আশ্চর্য হওয়ার কিছু নেই।” 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.