টেড হিউজকে লেখা সিলভিয়া প্লাথের প্রেমপত্র উঠছে নিলামে!

অফবিট

টিবিএস ডেস্ক
05 July, 2021, 12:40 pm
Last modified: 05 July, 2021, 12:50 pm
ইংরেজিভাষী প্রখ্যাত কবি সিলভিয়া ১৯৬৩ সালে মাত্র ৩০ বছর বয়সে মর্মান্তিকভাবে আত্মহত্যা করেন। এর আগে, ১৯৫৬ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ব্রিটিশ কবি টেডকে।

আমেরিকান কবি সিলভিয়া প্লাথের ৫৫টি ব্যক্তিগত সামগ্রী নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে রয়েছে তার স্বামী ও কবি টেড হিউজকে লেখা প্রেমপত্র, তাদের বিয়ের আংটি ও ছবির অ্যালবাম।

নিলাম প্রতিষ্ঠান সোথবাই এগুলো নিলামে তোলার ঘোষণা দিয়েছে। আগামী ৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে নিলাম।

নিলামে ওঠতে যাওয়া সিলভিয়ার অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে তার স্কেচ, পারিবারিক বাইবেল, পেপারওয়েট, রেসিপি কালেকশন, রোলিং পিন, চপস্টিক ইত্যাদি। এইসব সামগ্রীর বর্তমান উত্তরাধিকারী সিলভিয়া-টেড দম্পতির কন্যা ফ্রিডা হিউজ।

টেড হিউজ ও সিলভিয়া প্লাথ। ছবি: পিএ

ইংরেজিভাষী প্রখ্যাত কবি সিলভিয়া প্লাথ ১৯৬৩ সালে মাত্র ৩০ বছর বয়সে মর্মান্তিকভাবে আত্মহত্যা করেন। এর আগে, ১৯৫৬ সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্রিটিশ কবি টেড হিউজকে। তবে দাম্পত্যজীবন আনন্দের ছিল না সিলভিয়ার জন্য।

টেডের উদ্দেশে লেখা সিলভিয়ার চিঠি, চিরকুট ও তাদের বিয়ের আংটি। ছবি: পিএ

১৯৫৬ থেকে ১৯৬১ সালে তার লেখা মোট ৩২টি চিঠি আসন্ন নিলামে তোলা হবে। ধারণা করা হচ্ছে, নিলামে চিঠির দাম ২০ হাজার পাউন্ড বা প্রায় ২৩ লাখ টাকা উঠতে পারে।


  • সূত্র: দ্য ন্যাশনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.