ইরানে অভিষেক অনুষ্ঠানে গভর্নরকে চপেটাঘাত

অফবিট

টিবিএস ডেস্ক
24 October, 2021, 04:10 pm
Last modified: 24 October, 2021, 04:19 pm
পুরুষ ডাক্তার স্ত্রীকে কোভিড ভ্যাকসিন দেওয়ায় ক্ষুদ্ধ স্বামী জনসম্মুখে এই কাণ্ড ঘটান।

ইরানে অভিষেক অনুষ্ঠানে ক্ষুদ্ধ এক ব্যক্তির আক্রমণের শিকার হয়েছেন শপথ নিতে যাওয়া এক গর্ভনর। অভিযোগ অনুসারে, ওই ব্যক্তির  স্ত্রীকে পুরুষ ডাক্তার কোভিড ভ্যাকসিন দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে তিনি জনসম্মুখে এই কাণ্ড ঘটান।

উত্তরপশ্চিম ইরানের পশ্চিম আজারবাইজার প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন আবেদিন খোরাম। অভিষেকের দিন মঞ্চে উঠলে 'সশস্ত্র বাহিনীর একজন সদস্য' তাকে থাপ্পড় দেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম ফারস নিউজ এজেন্সি।

প্রতিবেসন অনুসারে, খোরাম বক্তব্য প্রদানের জন্য মঞ্চে উঠলে এক ব্যক্তি সোজা মঞ্চে উঠে খোরামের মুখে কষে থাপ্পড় বসান।

মঞ্চের মাইক্রোফোনের কারণে পুরো হলঘরে প্রতিধ্বনিত হয় সেই শব্দ।

আক্রমণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার না গেলেও প্রতিবেদনটি জানিয়েছে যে ওই ব্যক্তি স্ত্রীকে কোভিড ভ্যাকসিন প্রদানের ঘটনা নিয়ে নাখোশ ছিলেন। তার স্ত্রীকে পুরুষ স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করেন।

নিরাপত্তা রক্ষায় নিয়োজত সদস্যরা তৎক্ষণাৎ মঞ্চে উঠে আক্রমণকারী ব্যক্তিকে টেনে পাশের দরজা দিয়ে বাইরে নিয়ে যান ও সেখানের পর্দা নামিয়ে দেন।

খোরাম মঞ্চে ফিরে যান এবং সিরিয়ার কাটানো সময় নিয়ে কিছু ঠাট্টা করেন।

গভর্নর আবেদিন খোরাম আইআরজিসি'র সাবেক প্রাদেশিক কমান্ডার। সিরিয়ান বিদ্রোহী গোষ্ঠী তাকে অপহরণ করেছিল বলে জানা যায়।

  • সূত্র: ডেইলি মেইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.