ইসলামী শরিআহ উইং খোলার চূড়ান্ত অনুমোদন পেলো বাংলাদেশ ফাইন্যান্স 

অন্যান্য

টিবিএস রিপোর্ট
05 January, 2022, 10:50 am
Last modified: 05 January, 2022, 10:59 am

ইসলামী শরিআহভিত্তিক উইং স্থাপন এবং এর কার্যক্রম শুরু করার চূড়ান্ত অনুমতি পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সকে ইসলামী শরিআহ উইং খোলার অনুমোদন দেয়া হয়।

এনবিএফআই এর মধ্যে বাংলাদেশ ফাইন্যান্স-ই একমাত্র প্রতিষ্ঠান যারা শরিআহভিত্তিক ইসলামিক উইং খোলার অনুমোদন পেয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ বলেন, "এই অনুমোদন বাংলাদেশ ফাইন্যান্সের জন্য মাইলফলক; বাংলাদেশ ফাইন্যান্স ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শর্তানুযায়ী শরিআহ ম্যানুয়াল প্রণয়ন, সম্পূর্ণ আলাদা ইসলামিক সিবিএস বাস্তবায়ন, প্রথিতযশা শরিআহ স্কলারদের সমন্বয়ে শরিআহ সুপারভাইজরি কমিটি গঠন, শরিআহ প্রডাক্টস প্রসেস গাইডলাইনস প্রণয়ন ও অনুমোদন এবং আমানত গ্রহণ, আয় বণ্টন ও ইনভেস্টমেন্ট পলিসি প্রণয়ন করেছে বলে জানান তিনি। চূড়ান্ত অনুমোদন পাওয়ায় শুকরিয়া আদায় করে এসময় বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তারা। মোনাজাত পরিচালনা করেন ইসলামী উইং এর হেড অব প্রডাক্টস মো. আবু ইউসুফ।

বাংলাদেশ ফাইন্যান্স আগেই কোম্পানির নিবন্ধিত সংঘ-স্মারক সংশোধনপূর্বক ইসলামী শরিআহভিত্তিক অর্থায়ন ব্যবসা পরিচালনাকে কোম্পানির অন্যতম ব্যবসায়িক উদ্দেশ্য হিসেবে সংযুক্ত করেছে। পাশাপাশি কোম্পানির নিবন্ধিত সংঘ-বিধি সংশোধনপূর্বক একটি স্বতন্ত্র শরিআহ সুপারভাইজরি কমিটি গঠন করেছে ও কমিটি পরিচালনার জন্য বোর্ড কর্তৃক উপধারা অনুমোদন করেছে। 

এছাড়াও ইসলামী শরিআহভিত্তিক অর্থায়ন ব্যবসায় পরিচালনার জন্য প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে একটি পৃথক ইসলামী অর্থায়ন বিভাগ গঠন করেছে এবং ইসলামি ফাইন্যান্সিং এ নিযুক্ত জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছে।

চূড়ান্ত অনুমোদন পাওয়ায় এখন থেকে বাংলাদেশ ফাইন্যান্সের প্রিন্সিপাল শাখা, বংশাল শাখা, উত্তরা শাখা, গাজীপুর শাখা, চট্টগ্রাম শাখা এবং যশোর শাখায় ইসলামী শরিআহভিত্তিক ডিপোজিট গ্রহণ এবং রিটেইল, এসএমই এবং করপোরেট ইনভেস্টমেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে।  

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.