ইবিতে হয়ে গেল ডিপ ইকোলজির সর্পদংশন ও সংরক্ষণমূলক সচেতনতা ক্যাম্পেইন

অন্যান্য

টিবিএস রিপোর্ট
28 August, 2023, 06:20 pm
Last modified: 28 August, 2023, 06:23 pm

সর্পদংশনে মৃত্যুহার কমানো ও প্রকৃতিতে সাপের গুরুত্ব উপলব্ধি করানোর লক্ষ্যে দেশব্যাপী ২৫টিরও অধিক স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করতে যাচ্ছে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে ডিপ ইকোলজি ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতৃত্বে আজ (২৮ আগস্ট) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে একটি সচেতনতামূলক সেমিনার আয়োজিত হয়েছে।

সাপে কাটলে কারণীয়, বর্জনীয় ও এর প্রতিকার, বিষধর সাপে কাটার লক্ষণ, সাপ পরিচিতি ও প্রকৃতিতে সাপের গুরুত্বের উপর আলোচনা করা হয় এবং সর্বশেষ প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

ডিপ ইকোলজি ইবি ইউনিটের ছাফওয়ানুর রহমান বলেন 'খুলনা দেশের সর্বাধিক সর্পদংশনপ্রবণ বিভাগ। সাপ ও মানুষের সংঘাত এড়াতে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই মানবিক দায়বদ্ধতা থেকে আমাদের এ কাজে সংযুক্ত হওয়া। আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টায় একদিন এই অপমৃত্যুর হার হ্রাস পাবে।'

সংগঠনের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কার্যনির্বাহী শুভব্রত সরকার বলেন, সর্পদংশনের মৃত্যুহার হ্রাসকরণ ও সাপ-মানুষের সহবস্থান নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীদেরকে দীক্ষিত করার কোন বিকল্প নেই। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যৎ, তাদের হাত ধরেই দেশের পরিবর্তন আসবে

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর ৪ লাখেরও বেশি মানুষকে সাপে কামড়ায়, যাদের মধ্যে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে দেশে সাপ সংরক্ষণ ও সর্পদংশন সচেতনতা নিয়ে কাজ করছে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.