ম্যাকরাইট এন৯৫ মাস্ক নিয়ে এলো নরমালাইফ

অন্যান্য

টিবিএস ডেস্ক
09 July, 2020, 05:30 pm
Last modified: 09 July, 2020, 05:34 pm
দেশে করোনাভাইরাস আঘাত করার সময় থেকেই চাহিদা বাড়তে থাকে এন৯৫ মাস্কের।

বাংলাদেশের বাজারে তাইওয়ানের 'ম্যাকরাইট এন৯৫' ব্র্যান্ডের মাস্ক নিয়ে এলো নরমালাইফ। চীনের এন৯৫ মাস্কগুলোর তুলনায় বেশ সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে হেলথকেয়ার ব্র্যান্ড নরমালাইফের এই মাস্ক।

নরমালাইফ জানায়, দেশে করোনাভাইরাস আঘাত করার সময় থেকেই চাহিদা বাড়তে থাকে এন৯৫ মাস্কের। এমনই প্রেক্ষাপটে একক সাপ্লাইয়ার চীনের তৈরি মাস্কের পাশাপাশি দেশের বাজারে তাইওয়ানের তৈরি ম্যাকরাইট ব্র্যান্ডের উন্নতমানের এন৯৫ মাস্ক নিয়ে আসা হলো।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার সিনান আরেফিন বলেন, চিকিৎসকসহ করোনা যোদ্ধাদের জন্য জীবন মরণের মাঝে শক্ত ঢাল গড়ে তুলতে সক্ষম এই মাস্কের যোগান দেশে ছিল খুবই কম। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাজারে নকল এন৯৫ মাস্ক ছড়িয়ে দেয়। আর সঠিক গুণগত মানের যে মাস্কগুলো পাওয়া যাচ্ছিল বা এখনও পাওয়া যায় সেগুলোর দাম বেশ চড়া। আমাদের মাস্কগুলো ঠিক এসব সমস্যারই সমাধান দেবে।

তিনি বলেন, বাজারে সঠিক গুণগতমানের যে চাইনিজ এন৯৫ মাস্কগুলো আছে সেগুলোর খুচরা মূল্য এক হাজার ১০০ থেকে এক হাজার ৩০০ টাকা পর্যন্ত। কিন্তু আমরা যেহেতু ম্যারাইট এন৯৫ মাস্কের সরাসরি অনুমোদিত আমদানিকারক, তাই ভোক্তা পর্যায়ে ৬৫০ টাকায় মাস্কগুলো দিতে পারব। অন্যদিকে, কেউ একসঙ্গে ৫০০ পিস অর্ডার করলে প্রতিটির দাম পড়বে মাত্র ৫৬০ টাকা।

"ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে 'নরমালাইফ' এর অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অর্ডার দেওয়া যায় বলে আমাদের পরিচালন ব্যয়ও কম। ফলে এর সুফল পান গ্রাহকেরা,' বলে জানান তিনি।

এদিকে, মাস্কটির কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সুরাইয়া বেগম বলেন, 'ম্যাকরাইট এন৯৫' মাস্কগুলো পরিধানে খুবই আরামদায়ক। এছাড়াও স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াসি এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ডা. অর্ণব এন৯৫ মাস্কগুলোর ব্যাপারে ইতিবাচক রিভিউ দিয়েছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। নরমালাইফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.