হৃতিক-সুজান থেকে সাইফ-অমৃতা: বলিউডের যতো ‘দামি’ বিবাহবিচ্ছেদ   

২০১৩ সালে বিবাহবিচ্ছেদের সময় হৃতিকের থেকে ৪০০ কোটি রূপি দাবি করেছিলেন সুজান। পরে ৩৮০ কোটিতে নিষ্পত্তি হয়। তবে হৃতিক তার টুইটার হ্যান্ডেলে এই সমস্ত প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলেছিলেন।