দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলার নতুন ম্যাগাজিন 'ইজেল'
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলার নতুন সংযোজন ইজেল। প্রত্যেক শনিবার এই অনলাইন সাময়িকী প্রকাশিত হবে।
সারা সপ্তাহ জমিয়ে পড়ার জন্য নানা বিষয়ের বৈচিত্রপূর্ণ সমাহার নিয়ে হাজির হবে প্রত্যেক শনিবার।
শিল্প-সাহিত্য-সংস্কৃতির অতল খুঁড়ে বের করে আনা হবে নানা মণিমুক্তো। অজানা কাহিনি। এরকমই, চলতি সংখ্যা বিষয় 'বাংলার বারুদ'। ইতিহাসের দীর্ঘ একটা সময় বাংলা থেকে জাহাজ বোঝাই করে ইউরোপে যেত শোরা, বারুদ তৈরির অন্যতম উপাদান। ইতিহাসে যা পরিচিত 'বেঙ্গল সল্টপিটার' নামে।
বাংলার শোরায় তৈরি এ বারুদ এক সময় প্রধান শক্তি ছিল মোগলদের, পরে বৃটিশরা এর একচ্ছত্র মালিক বনে যায়। ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের মূল নিয়ামক হিসেবে কাজ করে এই 'বাংলার বারুদ'। প্রথম বিশ্বযুদ্ধের পর গুরূত্ব হারায় রহস্যময় এ শোরা।
পড়ুন সারা সপ্তাহ বিজনেস স্ট্যান্ডার্ড এর এই বিশেষ আয়োজন-
- বাংলার বারুদ
- বাংলার বারুদ যখন সাম্রাজ্য বিস্তারের নেপথ্য শক্তি
- ভারতের মধ্যযুগীয় 'বারুদ' সাম্রাজ্যের উত্থান-পতন
- গাবোর সঙ্গে তিনদিন
- 'যুদ্ধগুলো আমাদেরকেই লড়তে হবে, এবং বেশিরভাগ সময়ে আমরা একাই থাকব'
- 'কাসার থালার চারপাশে নানা পদের রান্নার আলাদা আলাদা বাটির নান্দনিক পরিবেশন আমাদেরই'
- মৃত্যুর মিছিল
- বাংলার শোরা, রহস্যময় 'প্রকৃতির প্রেয়সী'