নতুন সংঘর্ষের মুখোমুখি স্নায়ুযুদ্ধের দুই শিশু- বাইডেন ও পুতিন
জন এফ কেনেডি ও নিকিতা ক্রশ্চেভ বার্লিন ও কিউবা নিয়ে যেভাবে একে-অপরের মোকাবিলায় কোমড় বেঁধে নেমেছিলেন, তারপর এতদিন কোনো মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে এমন পরস্পর চোখ রাঙানির নাটকীয়তা দেখা যায়নি।