সমাজ যতো যান্ত্রিক হবে, হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা ততো বাড়বে

কেউ যদি আমার কাছে জানতে চায়, জীবনের এইসময়ে এসে আমার সবচেয়ে ভয় কী, আমি বলি বার্ধক্য। এজন্য ভয় নয় যে, যৌবন বা তারুণ্য চলে যাবে। ভয় হচ্ছে একা হয়ে যাওয়ার, উপেক্ষিত হওয়ার, কাজ না করতে পারার এবং অন্যের...