জোনাকির সৌরভ: নাসরিন জামিরের দেশীয় পারফিউম ব্র্যান্ড 

জোনাকির কথা মনে হলেই কল্পনায় ভাসে আঁধার ঝোপে মিটিমিটি জ্বলা ঝাঁকঝাঁক আলোর ছবি। শহরতলী বা মফস্বলে যাদের বেড়ে ওঠা তাদের শৈশবের একটা বড় অংশজুড়ে আছে জোনাকির স্মৃতি। ব্যতিক্রম নন নাসরিন জামিরও...