অ্যাসেম্বলি প্ল্যান্টে হিউম্যানয়েড রোবটের ব্যবহার শুরু করেছে বিএমডব্লিউ
প্রায় ছয় মাস আগে বিএমডব্লিউ-এর সাথে যুক্ত হওয়ার কথা জানিয়েছিল রোবট নির্মাতা প্রতিষ্ঠান ফিগার। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির অ্যাসেম্বলি প্ল্যান্টে ট্রেনিংয়ের ক্ষেত্রে সিলভার রঙের হিউম্যানয়েড রোবট বেশ ভালো অগ্রগতি করেছে।
ধীরে ধীরে এআই চালিত হিউম্যানয়েড রোবটের জগতে বেশ উন্নতি হচ্ছে। এতে করে ইন্ডাস্ট্রিতে এগুলোর সম্ভাবনাময়ী ভবিষ্যৎ দেখা যাচ্ছে।
রোবটগুলো একদিকে মানুষের কায়িক শ্রমের মতো কাজকে প্রতিস্থাপন করতে পারবে। একইসাথে কম মূল্যে ক্রমাগত শ্রমিকের চাহিদা পূরণ করতে পারে।
ফিগারের হিউম্যানয়েড রোবটগুলো উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি, ওজন ১৩২ পাউন্ড। এগুলো প্রায় ৪৪ পাউন্ড পর্যন্ত জিনিসপত্র তুলতে সক্ষম। বৈদ্যুতিক সিস্টেমে এটি পাঁচ ঘণ্টা পর্যন্ত টানা চলতে পারে।
বিএমডব্লিউ ও ফিগারের মধ্যকার পার্টনারশিপ রোবোটিক স্টার্টআপের জগতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২২ সালে প্রতিষ্ঠার পর এটিই ছিল কোম্পানিটির প্রথম বাণিজ্যিক চুক্তি।
বিএমডব্লিউ-এর স্পার্টানবার্গ ও সাউথ ক্যারোলিনার কারখানায় হিউম্যানয়েড রোবট স্থাপন করা হবে। যেখানে বর্তমানে প্রায় ১১ হাজার কর্মী কর্মরত রয়েছে। আগামী ১২ থেকে ২৪ মাসে এই রোবটগুলো কোম্পানিটির ওয়্যারহাউজ ও বডি শপে ব্যবহার করা হবে।
ফিগারের হিউম্যানয়েড রোবটকে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক বাজার সামাল দিতে হবে। কেননা বেশকিছু কোম্পানি অনেকটা একইরকম প্রযুক্তি নিয়ে কাজ করছে।
যেমন, অ্যাপট্রনিক কোম্পানিটি নিজেদের অ্যাপোলো রোবট ট্রায়ালের জন্য মার্সিডিজের সাথে চুক্তি করেছে। একইসাথে সুপ্রতিষ্ঠিত বোস্টন ডায়নামিক্স নিজেদের অ্যাটলাস রোবটের উন্নতিতে কাজ করছে। যেটি কি-না মূলত অটো-ম্যানুফ্যাকচারিং কাজে ব্যবহার করা হবে। একইসাথে টেসলাও নিজেদের কারখানায় অপটিমাস রোবট ব্যবহারে কাজ করছে।
এদিকে বিশ্বজুড়ে ক্রমশই এআই মডেলের উন্নতি হচ্ছে। ফলে এগুলো হিউম্যানয়েড রোবটে প্রয়োগ করে বেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি করা সম্ভব হবে।
ধারণা করা হচ্ছে যে, এআইয়ের সহায়তায় রোবটগুলো আরও দ্রুত ও নির্ভুল কাজ করতে পারবে। তবে এক্ষেত্রে অর্থনীতিক, নৈতিক ও সামাজিক দিকগুলোও বিবেচনা করতে হবে। একইসাথে এতে করে মানুষ প্রচুর পরিমাণে চাকরিও হারাতে পারে।
অনুবাদ: মোঃ রাফিজ খান