ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিরোধীরা
ভারতের উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের লোকসভা নির্বাচনে সেখানে বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোট চমক সৃষ্টি করেছে।
প্রদেশটিতে ক্ষমতাসীন এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। প্রদেশটিতে আপাতত ৪২টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। আর মাত্র ৩৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
উত্তরপ্রদেশের মোট আসন সংখ্যা ৮০টি। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৬২টি আসনে জয়লাভ করেছিল।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টা থেকে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এক্ষেত্রে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফল আসতে শুরু করেছে।
এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং বিজেপির মধ্যে সমানে সমানে লড়াই হচ্ছে। এই রাজ্যের ৩৪টি আসনের মধ্যে ২২টিতে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ১৭টি আসনে এগিয়ে রয়েছে।
এদিকে লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হওয়ার ১২ ঘণ্টা আগেই বিরোধী জোট 'ইন্ডিয়া'র মধ্যে বক্তব্যে ভিন্নতা দেখা গিয়েছে। এক্ষেত্রে কিছু নেতাদের মধ্যে এক দিকে আত্মবিশ্বাস এবং অন্যদের মধ্যে রক্ষণাত্মক মনোভাব দেখা গিয়েছে।
কংগ্রেস ও ডিএমকে যেমন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তেমনই গতকাল (সোমবার) বিকেলে তৃণমূল এবং বিরোধী জোটের অন্য কিছু সূত্রে কিছুটা অভূতপূর্ব ভাবেই সম্ভাব্য পরাজয় ধরে নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা বলা হয়েছে।
অর্থাৎ আজ (মঙ্গলবার) 'আশানুরূপ ফলাফল' না হলে কী বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে, তার একটি পরিকল্পনা 'ইন্ডিয়া'র আগামী বৈঠকে তৈরি হবে। এটাই তৃণমূল-সহ বিরোধী সূত্রের একাংশের বক্তব্য।