স্পিলবার্গের ইটির মাথা নিলামে
মার্কিন সিনেমা পরিচালক স্টিভেন স্পিলবার্গের সায়েন্স ফিকশনধর্মী 'স্পিলবার্গ'স ১৯৮২' সিনেমায় পৃথিবীতে রেখে যাওয়া প্রিয় এলিয়েন এক্সট্রা-টেরেস্ট্রায়ালের (ই.টি.) অ্যানিমেট্রনিক মাথা বিক্রির জন্য নিলামে তোলা হচ্ছে।
আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এবং একইসঙ্গে অনলাইনে এ নিলাম অনুষ্ঠিত হবে। এটি ১০ লাখ ডলারে বিক্রির আশা করা হচ্ছে।
নিলাম প্রতিষ্ঠান জুলিয়ান'স অকশনস ও টেলিভিশন নেটওয়ার্ক টার্নার ক্লাসিক মুভিজ এ নিলামের আয়োজন করেছে। এতে সায়েন্স ফিকশন, কাল্পনিক ও অ্যাকশনধর্মীসহ বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজের এক হাজারটিরও বেশি জিনিস নিলামের জন্য রাখা হবে।
এলিয়েনের এ মাথাটি তৈরি করেছেন প্রয়াত কার্লো র্যামবাল্ডি। এটির অবিশ্বাস্য অভিব্যক্তিপূর্ণ নড়াচড়ার ক্ষমতা রয়েছে। মানুষের নাকের মতো এটির নাকের ছিদ্রও খোলা ও বন্ধ হয়। এমনকি যখন এলিয়েনটির চোখ, ঠোঁট, ভ্রু, কপাল ও জিহ্বা নড়াচড়া করে তখন মানবদেহের শিরাগুলোর মতো এটির ভেতরে ব্যবহৃত শিরাগুলোও (চিকন তার দিয়ে শিরার মতো করে তৈরি) স্পন্দিত হয়।
গত নভেম্বরে এলিয়েনটির দেহ কাঠামো নিলামে তুলেছিল জুলিয়ান'স অকশনস। তখন সেটি ২৫ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়। এবার এলিয়েনের মাথাটি নিলামে তোলা হচ্ছে।
র্যামবাল্ডির মেয়ের বরাত দিয়ে নিলামঘরটি জানিয়েছে, বাড়িতে পোষা বিড়াল 'কিক্কা'র চোখ থেকে এলিয়েনের অভিব্যক্তিপূর্ণ নীল চোখের বিষয়টি র্যামবাল্ডির মাথায় আসে।
স্পিলবার্গ'স ১৯৮২ সিনেমাটিতে ইলিয়ট নামে এক বালকের সঙ্গে ঘরকাতুরে ইটির দারুণ এক বন্ধন দেখানো হয়। বালকটিই এই এলিয়েনকে খুঁজে পেয়েছিল। সিনেমাটি প্রায় সর্বজনীন প্রশংসা কুড়িয়েছিল এবং নয়টি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। যার মধ্যে এটি চারটি ক্যাটাগরিতে জয়লাভও করে।
সিনেমার ইতিহাসের অন্যান্য নিদর্শনগুলোও এই নিলামে তোলা হবে। যার মধ্যে 'ব্যাটম্যান রিটার্নস' সিনেমায় মাইকেল কিটনের পরিহিত ব্যাটম্যান পোশাকও রয়েছে। এটির মূল্য ৭০ হাজার ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ১৯৬০ এর দশকের সায়েন্স ফিকশন 'লস্ট ইন স্পেস' ধারাবাহিকে প্রদর্শিত দ্য রোবটের মডেলটিও থাকছে নিলামে।
নিলামঘরের মতে, রোবটের এ মডেলটি এ পর্যন্ত নিলামে তোলা সবচেয়ে দুর্লভ শিল্পকর্মগুলোর একটি; যা এখনও কার্যকরী। এটি পাঁচ লাখ ডলারে বিক্রির আশা করা হচ্ছে।
নিলামে থাকছে বিখ্যাত সিনেমা 'হ্যারি পটার' এ দেখানো বেশ কিছু জিনিসও। এর মধ্যে রয়েছে 'হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস' এ অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করা রিচার্ড হ্যারিসের পরা পোশাক এবং অর্ধ চাঁদের আকৃতির চশমাটি। পোশাকটি ৭০ হাজার ডলার এবং চশমাটি ২০ হাজার ডলার পর্যন্ত দাম উঠবে বলে আশা করা হচ্ছে।
'ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার' সিনেমায় ক্যাপ্টেন আমেরিকার ব্যবহৃত যুদ্ধের ঢাল ৭০ হাজার ডলার এবং 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' সিনেমায়ে আয়রন ম্যানের চরিত্রে অভিনয় করা রবার্ট ডাউনি জুনিয়রের পরিহিত হেলমেটটি ৪০ হাজার ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।