গাজায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়াল, শিশু নিহত ৪,৫০৬

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজা'র ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার (১০ নভেম্বর) নিহতের সংখ্যা অন্তত ১১ হাজার ৭৮ জনে পৌঁছে। এর মধ্যে শিশু নিহত হয়েছে কমপক্ষে চার হাজার ৫০৬ জন।
টেলিগ্রাম-এ মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি আক্রমণের পর থেকে এখন পর্যন্ত ২৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েলের আক্রমণে ও দেশটির সঙ্গে সংঘাতে প্রায় পাঁচ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছিল, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নিহতদের এ সংখ্যা কিছুটা সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, নিহতের এ সংখ্যা বিশ্বাসযোগ্য।