ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আইরিশ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান একাডেমিকদের

আয়ারল্যান্ডের কয়েক ডজন একাডেমিক দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে খোলা চিঠি দিয়েছেন।
তাদের ওই খোলা চিঠিতে বলা হয়েছে, অনেক আইরিশ বিশ্ববিদ্যালয় ও ইইউর অর্থায়নের গবেষণা প্রকল্প ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে করা হচ্ছে। প্যালেস্টাইনিয়ান ক্যাম্পেইন ফর দি একাডেমিক অ্যান্ড কালচারাল বয়কট-এর মতে, ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েল দখলদার সরকার এবং তাদের সামরিক অবকাঠামোগুলোর প্রধান, ইচ্ছুক এবং কার্যকর সহযোগী।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে বেসামরিকদের সঙ্গে ৭০ জন একাডেমিক ও ২ হাজার শিক্ষার্থীও রয়েছে বলে উল্লেখ করা হয় খোলা চিঠিতে।
একাডেমিকরা আয়ারল্যান্ডের সমস্ত বিশ্ববিদ্যালয়কে ইসরায়লি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারত্বের অবসান না হবে, ততক্ষণ সম্পর্ক ছিন্ন রাখা উচিত।
গত ৭ অক্টোবর হামাসের হামলার শিকার হওয়ার পর থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিরাম আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ৯ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৪ হাজার শিশু।
ইসরায়েলের অবরোধের কারণে বিদ্যুৎ, পানি, জ্বালানি, ওষুধ, খাবার ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে মানবেতর দিন পার করছে গাজাবাসী। ইসরায়েলের হামলা থেকে রেহাই পায়নি শরণার্থীশিবির, বিদ্যালয়, হাসপাতালও।