সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে লড়াইয়ে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ৭ অক্টোবর আক্রমণের পর হামাসের জিম্মি করা ব্যক্তিদের মুক্তি না দিলে এমন কোনো সিদ্ধান্তে তিনি রাজি হবেন না।
মার্কিন সেক্রেটারি অভ স্টেট অ্যান্টনি ব্লিংকেন গাজায় সহায়তা বাড়াতে যুদ্ধে 'মানবিক বিরতি'র আহ্বান পুনর্ব্যক্ত করার কিছুক্ষণ পরই নেতানিয়াহু বক্তৃতা দেন।
ব্লিংকেন তার আহ্বানে বলেন, এ ধরনের বিরতি 'জিম্মিদের মুক্তির জন্য আরও শ্রেয় পরিবেশ তৈরি করতে পারবে'।
ব্লিংকেন আরও জানান, এ সাময়িক যুদ্ধবিরতি কীভাবে কাজ করবে তার বিস্তারিত 'প্রস্তুত' করা হচ্ছে এবং এ বিরতি কীভাবে মানা হবে তা নিয়ে 'ইসরায়েলের ন্যায়ত প্রশ্ন' রয়েছে।
কিন্তু নেতানিয়াহু বলেছেন: 'জিম্মিদের ফেরত দেওয়ার বিষয় যুক্ত নেই, এমন সাময়িক যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করে ইসরায়েল।'
প্রসঙ্গত, আনুষ্ঠানিক যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি হলেও মানবিক যুদ্ধবিরতি মাত্র কয়েক ঘণ্টারও হতে পারে।