গাজার হাসপাতালগুলোতে আটকা পড়া শত শত রোগীকে সরানো অসম্ভব: জাতিসংঘ

উত্তর গাজায় হাসপাতালগুলোতে শত শত রোগী আটকা পড়েছে। তাদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার শারীরিক সক্ষমতা নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান।
ইউএনআরডব্লিউএর টম হোয়াইটও গাজার চিকিৎসক ও অন্যান্য দাতব্য সংস্থার সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, উত্তর গাজার আল-কুদসের মতো হাসপাতালগুলো থেকে রোগীদের সরিয়ে নেওয়া অসম্ভব।
প্যালেস্টাইনিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, রোববার (২৯ অক্টোবর) ইসরায়েল তাদের হাসপাতাল খালি করতে বলে দিয়েছে।
হোয়াইট বলেন, 'উত্তরাঞ্চলের বহু মানুষ ইউএনআরডব্লিউএর স্কুলগুলোতে আশ্রয় নিচ্ছে, হাসপাতালগুলোতে আশ্রয় নিচ্ছে। …[এসব হাসপাতালে] শত শত রোগী আছে—তাদেরকে সরিয়ে নেওয়া সম্ভব নয়।'
তিনি বলেন, শুধু রোগী নয়, উত্তর গাজার আরও হাজারো মানুষ এ এলাকা থেকে সরে যেতে পারবে না। কারণ তাদের কাছে অন্যত্র সরে যাওয়ার মতো যানবাহন বলতে কিছুই নেই।
ইসরায়েলের বিরামহীন হামলা ও সর্বাত্মক অবরোধে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গাজায়। গাজাবাসীর জন্য নেই খাবার, পানীয়, জ্বালানি, চিকিৎসা সুবিধা। ক্ষুধার্ত মানুষ মরিয়া হয়ে ছুটছে জাতিসংঘের ত্রাণকেন্দ্রগুলোতে।
গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে শিশুমৃত্যু প্রতিনিয়তই বাড়ছে। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক বিশ্লেষণে উঠে এসেছে, গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৫।
এছাড়া গাজায় আরও অন্তত ২ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।