‘স্থল-অভিযান বাড়াচ্ছে’ ইসরায়েল, গাজার যোগাযোগ বিচ্ছিন্ন
ইসরায়েলি সশস্ত্রবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি স্থলবাহিনী শুক্রবার (২৮ অক্টোবর) রাত থেকে গাজায় তাদের অভিযান বাড়াচ্ছে। এ দিন গাজায় বোমাবর্ষণও বাড়িয়েছে ইসরায়েল।
হাগারি আরও বলেন, গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়া উচিত। যদিও সেখানেও বোমা ফেলছে ইসরায়েলি বিমানবাহিনী।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনী এখনো 'জিম্মি হওয়া সকলকে উদ্ধারে জাতীয় মিশনের' প্রতি অঙ্গীকারবদ্ধ। সামরিক বাহিনী 'সবদিক রক্ষা করতে প্রস্তুত'।
এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক টুইটে জানিয়েছে, তারা গাজায় তাদের দলের সঙ্গে আর যোগাযোগ করতে পারছে না।
টুইটে বলা হয়: 'ইসরায়েলি কর্তৃপক্ষের ল্যান্ডলাইন, সেলুলার ও ইন্টারনেট যোগাযোগব্যবস্থা বিচ্ছিন করার কারণে গাজা উপত্যকায় আমরা অপারেশন রুম ও সেখানে কর্মরত সকল দলের সঙ্গে সব ধরনের যোগাযোগ হারিয়ে ফেলেছি।'
আল জাজিরার সংবাদদাতা জেমস বেস জানান, ইসরায়েল গাজায় সব ধরনের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি এ ঘটনাকে যুদ্ধের সম্ভাব্য নতুন পর্যায় হিসেবে বর্ণনা করেছেন।