দক্ষিণ গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৭

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে, এরমধ্যে অধিকাংশই শিশু। আহত আরও অনেকে।
প্রাথমিকভাবে ১৩ জন নিহতের খবর জানায় ওয়াফা।
এদিকে, ইয়ারমুক স্টেডিয়ামের আশেপাশে সহ গাজা সিটির আরও চারটি এলাকায় পৃথক হামলার খবর পাওয়া গেছে, যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের পাল্টা বিমান হামলা যেন চলছেই। এতে ইতিমধ্যেই গাজায় হাজার-হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
তারই ধারাবাহিকতায় এবার বোমা হামলায় প্রাণ হারিয়েছে আল জাজিরার এক সাংবাদিকের পরিবারের সদস্যরা। গতকাল (বুধবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
মূলত গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা করে ইসরায়েলি বাহিনী। সেখানেই ছিল আল জাজিরার গাজা প্রতিনিধি ওয়ায়েল আল-দাহদুহের পরিবার। হামলায় তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, ইসরায়েলের বোমাবর্ষণে এখন পর্যন্ত প্রায় ৬,৫০০ জন গাজাবাসী নিহত হয়েছে। এছাড়াও গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা।