কায়রোর শান্তি সম্মেলনে সংঘাত অবসানের উদ্যোগ নেওয়ার আহ্বান আরব নেতাদের

চলমান ইসরায়েল-হামাস সংঘাত অবসানের আহ্বানের মধ্যে দিয়ে মিশরের রাজধানী কায়রোতে আন্তর্জাতিক শান্তি সম্মেলন শুরু হয়েছে। বিশেষত, আরব দেশগুলোর নেতারা এ আহ্বান জানান।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে সাড়া দিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার দেশগুলোর সরকার-প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার দেশগুলোর সরকার-প্রধান ও শীর্ষ কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনে ইতালি, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার নেতারা যোগ দিয়েছেন। আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, রাশিয়া ও চীন।
ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা ফেলছে, এবং খুব শিগগিরই স্থল অভিযান চালাবে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায়, চলমান সংঘাত অবসানে পদক্ষেপ নেওয়ার আহ্বানের মধ্যে দিয়ে শুরু হয়েছে একদিনের এ সম্মেলন।
এতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোন পদস্থ কর্মকর্তা যোগ দেবেন না। হামাসের কোন কর্মকর্তাও উপস্থিত থাকছেন না।
গাজায় অবিলম্বে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর দাবি ছিল আরব বিশ্বের। শুক্রবার হামাস দুজন আমেরিকান বন্দিকে মুক্তি দেওয়ার পর, আজ শনিবার সীমিত আকারে গাজায় ত্রাণ নিয়ে যায় ২০টি ট্রাক।
মিশরের রাফাহ সীমান্তপথ দিয়ে এসব ট্রাক গাজায় প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন 'টেকসইভাবে' রাফাহ সীমান্তপথ খোলা রাখার আহ্বান জানিয়েছিলেন, জানা গেছে এবিষয়ে সম্মতি দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট এল-সিসি।