হেট ক্রাইম: গাজায় যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে মুসলিম শিশুকে হত্যা

ছয় বছর বয়সী এক মুসলিম শিশুকে ছুরিকাঘাতে হত্যা এবং শিশুটির মাকে গুরুতর আহত করার অভিযোগে যুক্তরাষ্ট্রে ৭১ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে হেট ক্রাইম (কোনো নির্দিষ্ট জাতি ও বর্ণের প্রতি ঘৃণা থেকে উদ্ভুত অপরাধ) এবং হত্যা মামলায়।
পুলিশ জানিয়েছে, হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় হতাহতের ধর্মীয় পরিচয়ের কারণে তাদের ওপর হামলা চালায় অভিযুক্ত ব্যক্তি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলো ইসলামবিদ্বেষী মনোভাবের বিষয়ে উচ্চ সতর্ক অবস্থানে আছে। মুসলিম ও ইহুদী গোষ্ঠীরা এবং এফবিআই কর্মকর্তারা জানান, ঘৃণাত্মক ও হুমকিমূলক পরিস্থিতি বাড়ছে।
শিকাগোতে শনিবার সকালে সেই নারী ও শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। সেই নারী গুরুতর অসুস্থ হলেও বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়না তদন্তে দেখা গেছে শিশুটিকে ডজনেরও বেশিবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
স্থানীয় শেরিফের বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দারা প্রমাণ পেয়েছেন যে, ক্ষতিগ্রস্তদের মারাত্মকভাবে আঘাত করা হয়েছে তাদের মুসলিম পরিচয়ের জন্য।
শেরিফ কার্যালয়ের মতে, সেই নারীই ৯১১ এ কল করে জানায় যে, তাদের বাড়িওয়ালা তাদেরকে ছুরি দিয়ে আঘাত করছে।

এই ঘটনায় অভিযুক্তের নাম জোসেফ এম. জুবা। এখন তাকে আদালতে পেশ করা হবে।
শিশুটির চাচা এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা পশু নই, আমরা মানুষ। আমরা চাই মানুষ আমাদের মানুষের মতো করে দেখুক। আমাদের সাথে মানুষের মতো আচরণ করুক।
এফবিআই পরিচালক ক্রিস রে জানান, তারা হেট ক্রাইমের সম্ভাব্য হুমকি কমাতে কাজ করে যাচ্ছেন।