গাজায় মৃতের সংখ্যা ‘প্রায়’ ২,৭৫০, ছাড়িয়ে গেছে ২০১৪ সালের সংখ্যাকে

ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে গত এক সপ্তাহে গাজায় প্রায় ২,৭৫০ জন নিহত এবং ৯,৭০০ জনের বেশি আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উল্লেখিত সংখ্যা ২০১৪ সালের ৫০ দিনের ইসরায়েল-গাজা যুদ্ধের হতাহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
এখানে ইসরায়েলে মরদেহ উদ্ধার হওয়া প্রায় ১,৫০০ হামাস সদস্যের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, পশ্চিম তীরে- যা হামাসের প্রতিদ্বন্দ্বী ফাতাহ কর্তৃক আংশিকভাবে পরিচালিত- ৫৮ জন নিহত এবং ১,২৫০ জনের বেশি আহত হয়েছে।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুসারে, ২০১৪ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ২,২৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছিল।