আন্তর্জাতিক আইনে গাজা উপত্যকার সম্পূর্ণ অবরোধ ‘নিষিদ্ধ’: জাতিসংঘ

গাজা উপত্যকায় ইসরায়েল সরকারের সম্পূর্ণ অবরোধ আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তার্ক।
এক বিবৃতিতে ভলকার তার্ক বলেন, "নাগরিকদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী থেকে বঞ্চিত করে তাদের জীবন বিপন্ন করে তোলে- এমন অবরোধ আরোপ করা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী।"
তিনি আরো বলেন, ইসরায়েলি বিমান অভিযানে গাজার সুউচ্চ আবাসিক ভবন, স্কুল এবং জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটেছে।
"আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্ট: যুদ্ধ চলাকালীন সময়ে বেসামরিক মানুষ এবং বেসামরিক অবকাঠামোতে আক্রমণ চালানো যাবে না," বলেন তিনি।
উল্লেখ্য, ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার দুইদিন পর গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল সরকার।
হামাসের আক্রমণে অন্তত ৮০০ জন নিহত এবং কয়েক ডজন ইসরায়েলি বন্দী হওয়ার পর এমন ঘোষণা আসে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার (৯ অক্টোবর) এক ভিডিও বার্তায় বলেন, "আমরা গাজাকে সম্পূর্ণ অবরোধ করছি … কোনো বিদ্যুৎ, খাবার, পানি, গ্যাস কিছুই থাকবে না– সব বন্ধ।"