গ্রেপ্তারি পরোয়ানা বাতিল, ৩০ মার্চ ইমরানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ
শনিবার ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে তোষাখানা মামলার হাজিরা দিতে ইমরান খানকে অনুমতি দিয়েছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল। সেইসঙ্গে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর গ্রেপ্তারি পরোয়ানাও বাতিল করেছেন আদালত। খবর ডন-এর।
এছাড়া পুলিশ ও ইমরানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে আগামী ৩০ মার্চ পর্যন্ত এ মামলার শুনানি স্থগিত করা হয়েছে। ওই দিন ইমরানকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
ডনের প্রতিবেদনে জানানো হয়, পুলিশের কাঁদানে গ্যাস ও ইমরান সমর্থকদের পাথর ছোড়ার কারণে আদালতের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ে।
এর আগে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী ও পুলিশের মধ্যে আদালতের বাইরে সংঘর্ষ হয়।
তোষাখানা মামলায় আদালতে হাজিরা দিতে রাজধানী ইসলামাবাদের আসার সময় পুলিশ তার লাহোরের বাড়িতে অভিযান চালায় তাকে গ্রেপ্তারের জন্য।
এ সপ্তাহের শুরুর দিকে আদালতে গরহাজির থাকার কারণে পুলিশ পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। তখনও ইমরান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এর আগে ইমরান তার সমর্থকদের জন্য একটি ভিডিও বার্তায় বলেছিলেন, 'যদি আমাকে জেলেও পোরা হয় তবে শেহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাবেন। আমাকে গ্রেফতার করতে পুলিশ এসেছিল। তারা ভেবেছে ইমরান খানকে যদি গ্রেফতার করা হয় তবে লোকজন সব ঘুমিয়ে পড়বে। আপনারা এই বিষয়টাকে ভুল প্রমাণিত করুন। আপনাদের জানিয়ে দেবেন যে জনতা জেগে রয়েছে। অধিকারের জন্য আপনাদের লড়াই করতে হবে।'
ইমরানের দাবি, তার বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে সরকারেরর দাবি, ইমরানের বিরুদ্ধে করা মামলাগুলোর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
গত এপ্রিলে ইমরানককে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও ইমরান বর্তমান সরকারকে ওপর ব্যাপক চাপে রেখেছেন।