রিজার্ভ সেনাদের যোগদানে মোবিলাইজেশন শুরু পুতিনের

আংশিকভাবে রাশিয়ার রিজার্ভ সেনাদের সামরিক সার্ভিসে যুক্তকরণের উদ্যোগ নিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
"আমাদের মাতৃভূমি, এর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়, মুক্ত অঞ্চলে আমাদের জনগণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফরা রিজার্ভ সেনাদের আংশিক তলবের প্রস্তাব দিয়েছেন, যা আমি সমর্থন করছি", বলেন রুশ প্রেসিডেন্ট।
এই প্রক্রিয়া শুরুর প্রচেষ্টায় ইতোমধ্যেই একটি ডিক্রিতে তিনি স্বাক্ষর করেছেন বলেও জানান। আজ বুধবার থেকেই এই প্রক্রিয়া কার্যকর হবে।
তার এই ঘোষণার ফলে, যারা একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন, সেসব সংরক্ষিত সেনারা এখন আবার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে পারবেন। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী তাদেরকে যুদ্ধ করার জন্য ডেকে আনতে পারবে।
তিনি বলেন, "আমি আবারও বলছি, আমরা কেবল রিজার্ভ সেনাদের আংশিক তলবের দিকে এগোচ্ছি। অর্থাৎ, যেসব নাগরিক রিজার্ভে আছেন এবং সর্বোপরি, যারা সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন, যাদের কিছুটা সামরিক বিশেষত্ব ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা রয়েছে, কেবল তারাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।"
কিয়েভ ডনবাসের সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রকাশ্যে প্রত্যাখ্যান করায় সেখানে সামরিক পদক্ষেপ অনিবার্য হয়ে পড়ে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার বর্তমান নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে এ ঘোষণার আলোকে পারমাণবিক অস্ত্রও ব্যবহার করতে পারে রুশ সেনারা। এমন ইঙ্গিতও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ যখন পশ্চিমা সমর্থনে তীব্র হয়ে উঠেছে- তার মধ্যেই রিজার্ভ তলবের ঘোষণা দিলেন পুতিন। তাছাড়া, ডনবাস অঞ্চলের রুশ দখলীকৃত ভূখণ্ডে গণভোট আয়োজোনের বিষয়েও ভাবছে ক্রেমলিন। এর মাধ্যমে অঞ্চলগুলিকে রাশিয়ান ফেডারেশনের অংশ করা হবে।
- সূত্র: সিএনএন