মুদ্রা থেকে শুরু করে পোস্ট বক্স, জাতীয় সঙ্গীত... রানির মৃত্যুতে যা যা পরিবর্তন করতে হবে
সাত দশক রাজত্বে থাকার পর গতকাল ৯৬ বছর বয়সে মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই সঙ্গে যবনিকাপাত ঘটেছে ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়ের। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, রানির শেষকৃত্যানুষ্ঠান এবং পরবর্তীতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক প্রক্রিয়ায় আলাদা আলাদাভাবে দেশের জিডিপির ১.২ বিলিয়ন থেকে ৬ বিলিয়ন পাউন্ড ক্ষতি হতে পারে। কিন্তু এছাড়াও, রানির মৃত্যুতে ব্রিটেনে প্রাতিষ্ঠানিক খাতে যেসব পরিবর্তন আনতে হবে তা সহজেই এই ব্যয়কে ছাড়িয়ে যাবে।
১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে বসার পর থেকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত নারী হিসেবে পরিচিত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। এতদিন ব্রিটেনের কয়েন-নোট, ডাকটিকিটে রানির প্রতিকৃতি এবং পোস্ট বক্স, ইউনিফর্ম ও সারা দেশে সরকারি প্রতীকগুলোতে রানির নামের আদ্যক্ষর অলংকৃত ছিল। তাই রানির মৃত্যুর পর এই সবকিছু পরিবর্তন করা এক পর্বতসম কাজ এবং এতে বহু বছর সময় তো লাগবেই... এমনকি এই কাজ কোনোদিন শেষ নাও হতে পারে! চলুন এক নজরে দেখে নেওয়া যাক রানির মৃত্যুতে ব্রিটেনে কী কী বিষয়ে পরিবর্তন আনতে হবে।
রয়্যাল সাইফার
রয়্যাল সাইফার একটি মনোগ্রাম এবং প্রতিটি শাসকের জন্য অদ্বিতীয়ভাবে তৈরি করা হয়। শাসকের নাম ও উপাধি নিয়ে এটি তৈরি করা হয়। সাধারণত সরকারি ভবন, ইউনিফর্ম, রাজকীয় বা রাষ্ট্রীয় নথিপত্র এবং রাজকীয় আনুষঙ্গিক জিনিসের মধ্যে এই মনোগ্রামসদৃশ চিহ্নটি দেখা যায়।
কিন্তু রানির মৃত্যুর পর রয়্যাল সাইফারে 'ইআর' এর পরিবর্তে 'সিআর' বসানো হতে পারে। শুধুমাত্র প্রথম অক্ষর পরিবর্তনের কারণ হলো, ইংরেজি R অক্ষর দিয়ে রেক্স বা রেজিনা বুঝানো হয়; লাতিন ভাষায় এর অর্থ যথাক্রমে রাজা এবং রানি। তবে রয়্যাল সাইফার এখনই পরিবর্তন করা হবে কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি।
পোস্ট বক্স
রাজকীয় মেইল পোস্ট বক্সে বর্তমানে ERII চিহ্ন রয়েছে, যার অর্থ হলো দ্বিতীয় এলিজাবেথ রেজিনা। কিন্তু রানির মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লসের নামানুসারে তা CRIII করা হতে পারে।
বলে রাখা ভালো, পোস্ট বক্সগুলো যখন বানানো হয় তখন ওই সময়কার শাসকের নামানুসারে চিহ্ন যুক্ত করা হয়। এই মুহূর্তে ব্রিটেনে এক লাখেরও বেশি পোস্ট বক্স রয়েছে, তাই সবগুলোতে চিহ্ন পরিবর্তন করা যে বিশাল কাজ তা বলাই বাহুল্য! দ্য পোস্টাল মিউজিয়াম জানিয়েছে, পুরনো পোস্ট বক্সগুলো বদলানো হবে না, শুধুমাত্র যখন নতুন পোস্ট বক্স বসানো হবে তখনই তাতে নতুন রাজার চিহ্ন যুক্ত করা হবে।
মুদ্রা
দ্য কয়েন এক্সপার্ট জানিয়েছে, দেশের মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের একটি নতুন পোট্রেট যুক্ত করা হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সংবলিত কয়েন ও নোট বছরের বাকি সময় পর্যন্ত প্রচলিত থাকবে এবং এরপরে রাজা চার্লসের প্রতিকৃতি সংবলিত মুদ্রা বাজারে ছাড়া হবে।
তবে এ প্রক্রিয়ায়ও বেশ সময় লেগে যাবে এবং রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সংবলিত বহু মুদ্রাই আগামী অনেক বছর পর্যন্ত প্রচলিত থাকবে। ব্যাংক ও পোস্ট অফিসগুলো কয়েন ও নোটের নতুন নকশা প্রচলন করবে এবং পুরনো নোট-কয়েন জমা নিয়ে আস্তে আস্তে দেশে নতুন মুদ্রার ব্যবহার শুরু করবে।
রাজকীয় পরিবারের অফিসিয়াল ওয়েবসাইট রয়্যাল ডট ইউকে জানিয়েছে, রাজা দ্বিতীয় চার্লসের সময় থেকে একটি প্রথা গড়ে উঠেছে যে, মুদ্রার উপর রাজকীয় শাসকের প্রতিকৃতি থাকবে তার আগের পূর্বসূরির বিপরীতে মুখ করে। কিন্তু শুধুমাত্র রাজা অষ্টম এডওয়ার্ডের সংক্ষিপ্ত শাসনামলে এই প্রথার ব্যতিক্রম ঘটে। তিনি নিজের প্রতিকৃতি বাম দিকে মুখ করে রাখতে পছন্দ করতেন, যদিও প্রথা অনুযায়ী তা ডান দিকে মুখ করে রাখার কথা।
ডাকটিকিট
পোস্ট বক্সের পাশাপাশি ডাকটিকিটেও পরিবর্তন আনতে হবে, যেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের পরিবর্তে তার ছেলে, বর্তমান রাজা তৃতীয় চার্লসের ছবি থাকবে।
শেষবার ডাকটিকিট পরিবর্তন করা হয়েছিল ১৯৫২ সালে এবং সে সময় 'ওয়াইল্ডিং ইস্যুস' নামে ডাকটিকিট প্রকাশ করা হয়। রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই আলোকচিত্রী ডরোথি ওয়াইল্ডিং রানি দ্বিতীয় এলিজাবেথের পোট্রেটগুলো তোলেন এবং ১৯৭১ সাল পর্যন্ত সেগুলো ব্যবহার করা হয়।
জাতীয় সঙ্গীত
ব্রিটেনের সিংহাসনে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের সাথে সাথে দেশটির জাতীয় সঙ্গীত 'গড সেভ দ্য কুইন'-এ আনতে হবে পরিবর্তন। রানির মৃত্যুর পর জাতীয় সঙ্গীতের ভাষা পরিবর্তিত হয়ে 'গড সেভ দ্য কিং' হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে জাতীয় সঙ্গীতের লাইনগুলো দাঁড়াবে-
God save our gracious King!
Long live our noble King!
God save the King!
Send him victorious,
Happy and glorious,
Long to reign over us,
God save the King.
এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের শাসনামলে জাতীয় সঙ্গীতের এই সংস্করণ প্রচলিত ছিল।
পাসপোর্ট
বর্তমানে ব্রিটেনের পাসপোর্টে রানি দ্বিতীয় এলিজাবেথকে উদ্দেশ্য করে 'হার ম্যাজেস্টি' উল্লেখ করা রয়েছে। রানির মৃত্যুর ফলে এখন রাজা চার্লসকে উদ্দেশ্য করে পাসপোর্টের প্রচ্ছদের লেখা পরিবর্তন করতে হবে। তবে বর্তমান কোনো পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে নতুন পাসপোর্ট করার সময়ই শুধু এই পরিবর্তন আনা হবে।
সূত্র: স্কাই নিউজ