শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
বহু বিতর্কের পর অর্থনৈতিক সংকটে ভোগা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। খবর বিবিসির।
জনগণের কাছে অজনপ্রিয় হওয়া সত্ত্বেও তাকে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন শ্রীলঙ্কার সংসদ সদস্যরা। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন তিনি।
এর আগে বিক্রমাসিংহে ৬ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
কিছুক্ষণ আগে দেশটির সংসদে অনুষ্ঠিত নির্বাচনে তার জয়ের ঘোষণা দেন স্পিকার।
ফলাফল ঘোষণার পর ৭৩ বছর বয়সী এই রাজনৈতিক বলেন, "আমি এই সম্মানের জন্য সংসদকে ধন্যবাদ জানাই।"
বুধবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে দলের প্রতিদ্বন্দ্বী ডালাস আলাহাপেরুমাকে পরাজিত করেন তিনি।
প্রতিবেদন থেকে জানা গেছে সংসদের নির্বাচনে বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪ ভোট, ডালাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট এবং অনুরা কুমারা দিসানায়েক পেয়েছেন ৩ ভোট।
বেশ কয়েকমাস ধরে তীব্র অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় সহিংস বিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়ে যান।
তার পদত্যাগের আহ্বান জানিয়ে হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের বাসভবন এবং অন্যান্য সরকারি ভবনে হামলা চালালে তিনি প্রথমে মালদ্বীপ, সেখান থেকে সিঙ্গাপুরে যান।
বিক্ষুব্ধ জনতা একইসাথে বিক্রমাসিংহের পদত্যাগেরও আহ্বান জানিয়েছিল। প্রতিবাদকারীরা তার ব্যক্তিগত বাড়ি পুড়িয়ে দেয় এবং তার নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভে কলম্বোতে তার প্রধানমন্ত্রীর কার্যালয়েও হামলা চালায়।
কিন্তু এই তুমুল বিক্ষোভ উপেক্ষা করেই গোতাবায়ার পদত্যাগের পর তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।
বিক্রমাসিংহের পরবর্তী পদক্ষেপ হবে, শ্রীলঙ্কায় রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে আবারো আলোচনার পথ সুগম করতে হবে তাকে।