বগুড়ায় তিনটি মোটরসাইকেল পুড়িয়েছে অবরোধকারীরা
বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী বাইপাস এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ট্রাকসহ ভাঙচুর করা হয়েছে একাধিক যানবাহন।
মঙ্গলবার সকাল থেকে বগুড়ায় মহাসড়কে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবরোধে সংঘর্ষের আশঙ্কায় অনেক গাড়ি একজায়গায় আটকে ছিল। এসব গাড়ি পার করে দেওয়ার জন্য শাজাহানপুর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে আসলে ক্ষিপ্ত হয়ে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় অবরোধকারীরা। পরে পুলিশ এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে থেমে থেমে অবরোধকারীরা ককটেল বিস্ফোরণ করছেন।
ঘটনাস্থলে থাকা বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, অবরোধকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। জড়িতদের আটক করা হচ্ছে।