২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুরে বিএনপি নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর করার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা শহরের টি.এ. রোড থেকে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০১৬ সালের জানুয়ারি মাসে এক মাদরাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরের হালদারপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় দুস্কৃতিকারীরা। ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন দপ্তর সম্পাদক তানজিল আহমেদ বাদী হয়ে মামলা করেন। সম্প্রতি ওই মামলায় বিএনপি নেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।